আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:
পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার (৮ ফেব্রুয়ারি) রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড, জার্মানি ও সুইডেন।
এর আগে অনুমোদনহীন সমাবেশে অংশ নেয়ার অভিযোগে এই তিন দেশের কূটনীতিককে বহিষ্কার করেছিল রাশিয়া।
এরপরই এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্ব স্ব টুইটার অ্যাকাউন্ট থেকে রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানায়।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, ‘আমরা রুশ দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে চলে যাওয়ার কথা বলেছি। কেবল দায়িত্ব পালনের কারণে সুইডিশ রাষ্ট্রদূতকে অপ্রত্যাশিতভাবে বহিষ্কারের এটি স্পষ্টতই পাল্টা জবাব।’
এদিকে বহিষ্কারের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র দফতর থেকে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত অন্যায়।