বৃহস্পতিবার , ২রা জানুয়ারি,
২০২৫

  • তথ্য প্রযুক্তি

  • ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ২৭শে ডিসেম্বর,

    ২০২৫

    /

    7 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। তবে এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো মেটা।

     

    ১ জানুয়ারি থেকে ২০ টিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। শুধু হোয়াটসঅ‍্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে।

     

    ১ জানুয়ারি এই সব স্মার্টফোন ব‍্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ‍্যাপে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না। একই অবস্থা হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও। কিন্তু হঠাত্‍ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছে এই অবস্থা? বিপুল সংখ‍্যক ব‍্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে।

     

    মেটার এই মেসেজিং প্ল‍্যাটফর্মগুলো ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে। বেশিরভাগ পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ‍্যাপ কাজ করবে না। এইসব স্মার্টফোনগুলো ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।

     

    হোয়াটসঅ্যাপ ২০১৩ সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ শুধু ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপারেটিং সিস্টেম-সহ স্মার্টফোনগুলোতে কাজ করবে।

    নতুন প্রযুক্তি আসার পর পুরাতন প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলোতে। নাহলেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে।

    পুরোনো অপারেটিং সিস্টেমগুলিতে প্রয়োজনীয় সুরক্ষা ব‍্যবস্থা নেই, ফলে হ‍্যাক করা খুব সহজ। এমন পরিস্থিতিতে, ব্যবহারকারীদের একটি নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে হবে। তবে অ্যান্ড্রয়েড কিটক্যাটে কাজ করা স্মার্টফোনের সংখ্যা খুব 


    তাই বেশিরভাগ ব‍্যবহারকারী অসুবিধায় পড়বে না। কোন কোন স্মার্টফোনে কাজ করবে না, জেনে নিন-

     

    স্যামসাং: গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এসিই ৩, গ্যালাক্সি এস৪ মিনি

    মটোরোলা: মটো জি (প্রথম জেনারেশন), রেজার এইচডি, মটো ই ২০১৪

    এইচটিসি: ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডেজায়ার ৫০০, ডেজায়ার ৬০১

    এলজি: অপ্টিমাস জি, নেক্সাস ৪, জি২ মিনি, এল৯০

    সনি: এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরসূত্র: মেটা

    িয়া ভি

    ই কম।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd