২০২০ সালের নভেম্বর মাসের এক সোমবারের রাত ৮টা ২৫ মিনিটে ক্যারোলিন ড্যারিয়ানের কাছে এমন একটি ফোন আসে যা সবকিছু বদলে দিয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন তার মা গিস লে পেলিকট।
বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামের এমা বার্নেটের সাথে এক সাক্ষাৎকারে ড্যারিয়ান তার মায়ের সঙ্গে কথোপকথনের বিষয়ে বলেন, “সে আমাকে জানায় যে, তিনি সকালেই জানতে পেরেছ