
২০২৬
2 বার পড়া হয়েছে
বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস বৈদেশিক মুদ্রা বাড়ছেই। এতে ডলারের বাজারে যাতে দরপতন না হয়, এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক।
সর্বশেষ ১৪ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২২ কোটি ৩৫ লাখ বা ২২৩.৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ বা ৩.৫৪ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ জানুযারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর। দপ্তরের তথ্য অনুসারে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।
বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স, রপ্তানি আয়, বৈদেশিক ঋণ, বিদেশ ফেরত মানুষের বিক্রি করা বৈদেশিক মুদ্রা বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলারের উৎস। অন্যদিকে আমদানির এলসি (ঋণপত্র) খোলা, বিদেশ ভ্রমণকারীর কাছে ডলার বিক্রি, শিক্ষার জন্য বিদেশে যাওয়া, বৈদেশিক ঋণ ও ঋণের সুদ পরিশোধ ইত্যাদি কাজে বৈদেশিক মুদ্রা খরচ হয়।
সম্প্রতি ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমে যাওয়া, বিলাসী পণ্য আমদানিতে লাগাম টানার কারণে ডলারের চাহিদা কমে গেছে। অন্যদিকে সরকার বৈদেশিক মুদ্রা পাচারে কঠোর হওয়ার কারণে হুন্ডি লেনদেন কমেছে। এর ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি প্রবাসী আয় পাঠাচ্ছেন। এসব কারণে ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত প্রবাসী আয় অবিক্রিত থাকছে।
বাজারে যাতে ডলারের পতন না হয় এজন্য মাঝে মাঝে এসব অবিক্রিত ডলার কিনে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে মোট ৩.৫৪ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক।