বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • শিক্ষা

  • এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, চলবে ১৭ মার্চ পর্যন্ত


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২৩শে ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে এবং ১৭ মার্চ পর্যন্ত চলবে।


    ফরম পূরণের সময়সূচি:


       বিলম্ব ফি ছাড়া: ২ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত।


    বিলম্ব ফি সহ (১০০ টাকা): ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মার্চ।


    ফরম পূরণের ফি:


       বিজ্ঞান বিভাগ: ২,৭৮৫ টাকা।


       মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ২,২২৫ টাকা।


    মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।


    ফরম পূরণের শর্তাবলী:


    শুধুমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।


    নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ বা অংশগ্রহণ না করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলের ভিত্তিতে ফরম পূরণ করতে পারবেন। citeturn0search0


    পরীক্ষার সময়সূচি:


       তত্ত্বীয় পরীক্ষা: ২৬ জুন থেকে ১০ আগস্ট পর্যন্ত।


       ব্যবহারিক পরীক্ষা: ১১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত।


    ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd