মঙ্গলবার, ১০ই ডিসেম্বর,
২০২৪

  • অন্যান্য লাইফস্টাইল

  • ত্বক ভালো রাখে যেসব স্ক্রাব


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ৬ই নভেম্বর,

    ২০২৪

    /

    22 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ত্বকের মৃত কোষ দূর করার জন্য স্ক্রাব ব্যবহারের বিকল্প নেই। শীত শীত আবহাওয়ায় ত্বক দ্রুত আদ্রতা হারাতে থাকে। ত্বক উজ্জ্বলতা হারাতে থাকে। ত্বকের মৃত কোষ দূর করার জন্য এবং ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করতে পারেন। 

     

    লেবু এবং চিনি: লেবুর রস আর চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এই স্ক্রাবটি ত্বককে এক্সফোলিয়েট করে। ফলে ত্বক হয় উজ্জ্বল আর সতেজ। এই দুই উপাদানের মধ্যে লেবু ত্বক পরিষ্কার করে এবং চিনি ত্বকের মৃত কোষগুলো দূর করে দেয়। 

     

    ওটস এবং দুধ: প্রথমে ওটস পিষে নিন। এর মধ্যে দুধ যোগ করে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিন। এতে আপনার ত্বকে আদ্রতা বজায় থাকবে। ত্বক হবে উজ্জ্বল। 

     

    চিনি এবং মধু: চিনি ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করে নিন। এই উপাদানগুলোর মধ্যে চিনি ত্বকের মৃত কোষ দূর করে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা দেয়।

     

    কফি এবং নারকেল তেল: কফি পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে। এতে ত্বক উজ্জ্বল দেখায়। 

     

    হলুদ এবং বেসন: বেসনের মধ্যে হলুদ ও গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার এটি ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এই স্ক্রাব ত্বককে সতেজ, কোমল এবং উজ্জ্বল করে। এবং ত্বকের দাগ কমাতেও সাহায্য করতে পারে।

     

    বেসন এবং দই: বেসনের মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এই স্ক্রাব ত্বককে পরিষ্কার এবং ময়শ্চারাইজ করে। সঙ্গে ত্বককে পুষ্টিও দেয়। চালের আটা এবং দই: চালের আটায় দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এই স্ক্রাব মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং আর্দ্রতা বজায় রাখে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd