শুক্রবার, ৪ঠা এপ্রিল,
২০২৫

  • অন্যান্য লাইফস্টাইল

  • তেঁতুলের গুণেই ফিরবে ত্বকের জেল্লা!


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ২২শে অক্টোবর,

    ২০২৫

    /

    74 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    উজ্জ্বল ও তরতাজা ত্বক সবাই চাই! এই কারণে আমরা কত কী-ই না করি। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং।

     

    এর সঙ্গে আছে বিভিন্ন ফেসপ্যাকের ব্যবহার। ত্বক উজ্জ্বল করতে পার্লারে গিয়ে খরচ করি হাজার হাজার টাকা। তার পাশাপাশি ঘরোয়া টোটকাতেও ভরসা রাখেন কেউ কেউ। কখনও বেসন মাখছেন তো, কখনও পাতিলেবু। 

     

    কম খরচে ত্বক উজ্জ্বল করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল। তেঁতুলে ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ইত্যাদি মিনারেল রয়েছে যা ত্বকের জন্য উপকারী। জেনে নিন ত্বক পরিচর্যায় তেঁতুল যেভাবে এর ব্যবহার করবেন?


    * হলুদ-তেঁতুলের ফেসপ্যাক

     

    পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বার করুন। দু’চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়েব।


    * মধু-বেসন-তেঁতুলের ফেসপ্যাক


    ১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে এক

    টি ফেসপ্যাক বানান। এই প্যাক সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে মিনিট দশেক রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।


    * তেঁতুলের স্ক্রাব

     

    ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।






    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd