সোনারদেশ২৪: ডেস্কঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে যে কারো ব্যাপারেই কঠোর হতে পারেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা। এই ব্যাপারে বিশেষ কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ছোট ভাই আবদুল কাদের মির্জার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এভাবেই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এরআগে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেন সুষ্ঠু নির্বাচন হলে দুই একজন বাদে আওয়ামী লীগের কোন এমপিকে খুঁজে পাওয়া যাবে না।
এরপরই তার এই বক্তব্য দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচিত হয়।