আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব নাজেহাল। এরই মধ্যে সেই চীন থেকে নতুন আরেকটি ভাইরাসের উৎপত্তির কথা বলা হচ্ছে। এটি ভারতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি আইসিএমআর-এ একটি সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে, ৮৮৩ জনের শরীরে অ্যান্টিবডি রয়েছে। অর্থাৎ তারা কখনও না কখনও আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে।
যে মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায় তার উপস্থিতি ভারতে রয়েছে। ভাইরাসটি আর্থ্রোপড বাহিত। শুকর ও কিউলেক্স মশার দেহে এটি পাওয়া যায়। ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে রয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ গবেষকরা বলছেন, ভারতে তারা আরেকটি চীনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস শনাক্ত করেছে। এটি ভারতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এর আগে ২০১৪ ও ২০১৭ সালে ভারতে দুজনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছিল। কর্ণাটকে এই দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সূত্র: কলকাতা২৪