সোনারদেশ২৪: ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে আওয়ামী লীগ। আর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে বিএনপি।
একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুন:র্নির্বাচনের দাবিতে দিনব্যাপী রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিও পালন করছে বিএনপি।
দিবস পালন কর্মসূচিতে পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ইতিহাসে আজ সবচেয়ে কলঙ্কজনক দিন। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না।