স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী। এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই গ্রামে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই গ্রামের ৪র্থ শ্রেণির ছাত্রীর (১১) সাথে একই এলাকার রানীপুরা গ্রামের যুবকের (২৬) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। সেইসাথে কনের মায়ের কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয় । এ সময় হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু জয় শংকর ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।