
২০২৫
1 বার পড়া হয়েছে
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গির্জায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সেই পবিত্র রাত, যেদিন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট পৃথিবীতে আগমন করেন।
দিনটিকে ঘিরে উদযাপনে কোনো কমতি রাখছেন না খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। সান্তা ক্লজ, ক্রিসমাস ট্রি, গোশালা ঘরসহ নানা আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে ঢাকার গির্জাগুলো। চারপাশে বিরাজ করছে উৎসব ও আনন্দের আমেজ।
যিশুর জন্মোৎসবকে বরণ করতে মাসব্যাপী নানা ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে প্রস্তুতি নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
বুধবার রাত ৯টায় শেষ খ্রিস্টযাক পালনের মাধ্যমে শুরু হয়েছে বড়দিনের মূল আয়োজন। এ বছর বড়দিন উপলক্ষ্যে দেশের শান্তি ও মঙ্গল কামনায় গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুরোহিতরা।
বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়েছে গির্জার বাইরেও। শহরের পাঁচ তারকা হোটেলগুলোও উৎসব ক্রিসমাস ক্যারল, আলোকসজ্জা ও নানান বিশেষ আয়োজনে বড়দিনকে স্বাগত জানাতে চলছে জমকালো প্রস্তুতি। উদযাপনে পিছিয়ে নেই।