বুধবার, ৭ই জানুয়ারি,
২০২৬

  • আন্তর্জাতিক

  • মাদুরোকে আটকের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৫ই জানুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এই ঘটনার ফলে বৈশ্বিক রাজনৈতিক ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ে। এর প্রভাব পড়ে স্বর্ণ ও রুপার মতো নিরাপদ বিনিয়োগ মাধ্যমের ওপর।


    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে রুপার দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে নিরাপদ বিনিয়োগে নিয়ে যাওয়ায় এই দাম বাড়ে।


    অন্যদিকে, অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী ছিল।


    ২০২৫ সালে এর আগেই স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে বছরের শেষ দিকে কয়েক দিন দাম কিছুটা কমে যায়। তবুও সামগ্রিকভাবে ২০২৫ সালে স্বর্ণের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি। গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছায়।


    বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার আরও কমতে পারে এমন প্রত্যাশা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ স্বর্ণ কেনা এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম এতটা বেড়েছে।


    ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার মধ্যেই তেলের বাজারে ওঠানামা দেখা যায়। পরে বিনিয়োগকারীরা বিবেচনা করেন, যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপে বিশ্ববাজারে তেলের সরবরাহ কতটা প্রভাবিত হতে পারে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৬০ দশমিক ২৬ ডলারে।


    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরোকে আটক করার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ ব্যবহার করবে। তিনি বলেন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির ব্যবস্থাপনার দায়িত্ব নেবে।


    তবে জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, এই ঘটনায় সাধারণ মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জ্বালানি ব্যয়ে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাঁদের মতে, ভেনেজুয়েলার তেল অবকাঠামো ঠিক করতে বিপুল অর্থ বিনিয়োগ প্রয়োজন হবে। গত দুই দশক ধরে দেশটির তেল উৎপাদন ধারাবাহিকভাবে কমেছে।


    ওসিবিসি ব্যাংকের বিনিয়োগ কৌশলবিদ বাসু মেনন বলেন, বহু বছর ধরেই ভেনেজুয়েলার তেল উৎপাদন হতাশাজনক অবস্থায় রয়েছে এবং বর্তমানে তা বিশ্ব উৎপাদনের মাত্র ১ শতাংশের মতো।


    বিপির সাবেক প্রধান নির্বাহী লর্ড ব্রাউন বিবিসির টুডে অনুষ্ঠানে বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন আবার ঘুরে দাঁড়াতে হলে বিপুল দক্ষতা, বিনিয়োগ এবং সময় লাগবে। তিনি বলেন, শুরুতে কিছুটা উৎপাদন বাড়লেও শিল্প খাত পুনর্গঠনের সময় উৎপাদন উল্টো কমে যেতে পারে।


    ইউরোপের শেয়ারবাজারে দিন শুরু হয় ইতিবাচকভাবে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রায় ১০ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। এই সূচকটি গত শুক্রবার প্রথমবারের মতো ১০ হাজার পয়েন্ট ছুঁয়েছিল।


    সপ্তাহান্তের ঘটনার পর প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর শেয়ারে বড় উত্থান দেখা যায়। বিএই সিস্টেমসের শেয়ার বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ এবং বাবকক ইন্টারন্যাশনালের শেয়ার বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। মূল্যবান ধাতুর দাম বাড়ায় খনি খাতের কোম্পানিগুলোর শেয়ারও বেড়েছে। ফ্রেসনিলোর শেয়ার বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।


    এশিয়ার শেয়ারবাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। বিনিয়োগকারীরা ভেনেজুয়েলার পরিস্থিতির বাইরে অন্যান্য অর্থনৈতিক খবরের দিকে বেশি মনোযোগ দেন। বছরের প্রথম লেনদেনের দিনে জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। একই সঙ্গে প্রকাশিত তথ্যে দেখা যায়, ডিসেম্বরে দেশটির উৎপাদন খাত স্থিতিশীল ছিল।


    দক্ষিণ কোরিয়া ও চীনের প্রধান শেয়ার সূচকগুলোও ঊর্ধ্বমুখী ছিল। ইটোরো নামের বিনিয়োগ প্রতিষ্ঠানের বিশ্লেষক জ্যাভিয়ার ওং বলেন, বাজারের এই ইতিবাচক প্রতিক্রিয়া দেখায় যে বিনিয়োগকারীরা মনে করছেন, ভেনেজুয়েলার ঘটনার প্রভাব বিশ্ব অর্থনীতিতে সীমিতই থাকবে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd