
২০২৫
271 বার পড়া হয়েছে
নতুন রাজনৈতিক দল গঠন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। দলের নাম ‘পাকিস্তান রিপাবলিক পার্টি।’
এনডিটিভি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে দলটি।
করাচি প্রেসক্লাবে সাংবাদিকদের রেহাম বলেন, ‘এটা শুধু একটি দল নয়, এটা একটি আন্দোলন। সেটা রাজনীতিকে সেবায় রূপান্তর করার আন্দোলন।’
ইমরান খানের দল পিটিআইয়ের দিকে ইঙ্গিত করে রেহাম বলেন, ‘আগে কখনো কোনো রাজনৈতিক দলের পদ নেইনি। একবার একটি দলে যোগ দেই একজনের জন্য। কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি আমার নিজস্ব শর্তে।’
রেহাম খান বলেন, ‘জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে রিপাবলিক পার্টি। সবাইকে জবাবদিহির আওতায় আনবে।’ তিনি জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবেশে চরম অসন্তোষের কারণে দলটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানে এখনও বিশুদ্ধ পানি ও মৌলিক স্বাস্থ্যসেবার অভাব আছে। এটা মেনে নেওয়া যায় না।’