২০২৫
4 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “স্বপ্ন দুয়ার” এর ১৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ২দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী দিনের অনুষ্ঠান সূচিতে ছিল আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মোহনা নিশাদ সহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করে।
সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ বেতার ও টিভির বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ আমিনুল ইসলাম।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ কপোত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জের ড. ফারুকুর রহমান ফয়সল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য, মমিন বাবু, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দীন, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বপ্ন দুয়ার সভাপতি এস.এম আব্দুস ছালাম মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট নাট্য নির্দেশক ও উপস্থাপক এ.কে আজাদ। শুভেচ্ছা বক্তব্যে রাখেন সামস এলাহী।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুইদিনব্যাপি অনুষ্ঠানে উদ্বোধনী দিনে সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়, বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।