মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর,
২০২৫

  • খেলাধুলা

  • বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল, ফিরতে পারছেন না সাকিব


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১১ই জানুয়ারি,

    ২০২৫

    /

    176 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বোলার সাকিব আল হাসান ফিরতে পারছেন না। তার অ্যাকশন নিষিদ্ধই থাকছে। এবার আনুষ্ঠানিক বিবৃতিতেই তা জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 


    গত ডিসেম্বরে চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় ফের ব্যর্থ হয়েছেন সাকিব। তাই তার নিষেধাজ্ঞা বহালই থাকছে। তবে ব্যাটার হিসেবে খেলতে কোনো অসুবিধা নেই।


    বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘গত মাসে ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে পুনর্মূল্যায়নের ভিত্তিতে সাকিবের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটেও তার নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধ প্রমাণ করতে হবে সাকিবকে। ’


    গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। কিন্তু ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের লোফবোরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।


    আইসিসির নিয়মানুযায়ী, কোনো একটি ক্রিকেট বোর্ড যদি একজন বোলারকে নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তাহলে তা আন্তর্জাতিক ক্রিকেট, সব জাতীয় ক্রিকেট বোর্ড এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।


    সবমিলিয়ে সময়টা খুব একটা ভালো কাটছে না সাকিবের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে আসতে পারছে না। এর মধ্যে তার নামে একটি হত্যা মামলা হয়েছে। ওই ঘটনার পর দেশের মাটিতে জাতীয় দলের হয়ে আর মাঠেও নামেননি তিনি। এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে।


    এদিকে, শোনা যাচ্ছে সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে পারে নির্বাচক কমিটি।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd