শুক্রবার, ৯ই মে,
২০২৫

  • রাজনীতি

  • ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন খালেদা জিয়া’


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ৬ই মে,

    ২০২৫

    /

    13 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    লন্ডনে চিকিৎসার পর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে অনেকটুকু সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

     

    মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

     

    তিনি বলেন, উনি শারীরিক-মানসিকভাবে সুস্থ হয়ে লন্ডন থেকে ফেরত এসেছেন। চিকিৎসা পরবর্তীতে উনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ। তিনি অনেকটা সুস্থ আছেন। মানসিকভাবেও উনি স্টাবেল আছেন।

     

    তিনি আরও বলেন, দীর্ঘ ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরও মানসিক ভাবে উনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছে। এসময় খালেদা জিয়ার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান অধ্যাপক জাহিদ।

     

    এদিন দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও ফিরোজায় গেছেন।

     

    প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে কাতারি একটি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকেল ৪টা ১০মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।

     

    উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওয়ানা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি প্রধান। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারির থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd