বুধবার, ৭ই জানুয়ারি,
২০২৬

  • জাতীয়

  • মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন তাসনিম জারা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৫ই জানুয়ারি,

    ২০২৬

    /

    2 বার পড়া হয়েছে


    a সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়েরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা ও তার আইনজীবী

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।


    সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে আপিল করেন তিনি। 

    আপিল জমা দেওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেছেন, “মাত্র দেড় দিনে প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থনে স্বাক্ষর দিয়েছেন। অনেক ভালোবাসা দিয়েছেন। নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। যারা স্বাক্ষর দিয়েছেন, তারা চান, আমি নির্বাচনে অংশ নিই। তাদের প্রতি সম্মান জানিয়েই আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।”


    এ সময় তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন বলেন, “গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪ (৫) এবং নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৫ অনুযায়ী আমরা আপিল দায়ের করেছি। আইনগতভাবে এই আপিলে আমাদের জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি, আপিলের মাধ্যমে ডা. তাসনিম জারা পুনরায় জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”


    তিনি বলেন, “স্বাক্ষর সংগ্রহের সময় নির্বাচন কমিশনের সার্ভার কাজ না করায় ভোটার এলাকা যাচাই করার সুযোগ ছিল না। তাছাড়া, যে ভোটারকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তার জাতীয় পরিচয়পত্রে ভোটার এলাকা হিসেবে ঢাকা-৯ আসনের কথাই উল্লেখ আছে। যেহেতু, এটা আমাদের ভেরিফাই করার সুযোগ ছিল না, সে জায়গা থেকে আমাদের এই সমস্যাটি ফেইস করতে হয়েছে। আমরা আশাবাদী, আপিলের শুনানিতে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং লিগ্যালি আমরা এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পারমিজিবল হবো।” 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd