স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সংস্কার ও সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর ভূমি অফিসে ফলক উন্মোচনের মাধ্যমে এসব কাজের উদ্বোধন করা হয়। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ ও সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতুল্লাহ জানান, সদর উপজেলা ভূমি অফিসটি বেশ পুরনো। এ কারণে অনেক পলেস্তারা খসে গেছে। এসব কাজের সংস্কার ও অফিসের সামনে এবং ভেতরে সৌন্দর্যবর্ধন কাজ করা হচ্ছে।