সোমবার, ২২শে ডিসেম্বর,
২০২৫

  • জাতীয়

  • শাহ আমানত বিমানবন্দরে ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২২শে ডিসেম্বর,

    ২০২৫

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট আটক করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।


    সোমবার (২২ ডিসেম্বর) রাত আটটার দিকে দুবাই ও শারজাহ থেকে আসা দুইটি ফ্লাইটে করে এসব সিগারেট আনা হয়।


    কাস্টমস সূত্র জানায়, ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের এসব সিগারেট মোট ১ হাজার ৫১৪ কার্টনে দুবাই ও শারজাহ থেকে আনা হয়েছিল। কাস্টমস হাউস চট্টগ্রামের এআইআর শাখার সহযোগিতায় বিমানবন্দরের ‘এ’ শিফটের কর্মকর্তারা চালানটি আটক করেন।


    দুবাই থেকে আগত বিমান ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিএস-৩৪৪ রাত আটটার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে মোট ৯৮৯ কার্টন সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে মিজানুর রহমানের কাছ থেকে ২৩০ কার্টন, মো. রেদোয়ানের কাছ থেকে ২৭০ কার্টন, রেজাউল করিমের কাছ থেকে ২৩৯ কার্টন এবং সালাউদ্দিনের কাছ থেকে ২৫০ কার্টন উদ্ধার করা হয়।


    শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর জি৯৫২০ থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।


    চট্টগ্রাম কাস্টমসের এক ডেপুটি কমিশনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আটটার দিকে ফ্লাইট অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    কাস্টমস জানিয়েছে, আমদানি নীতি আদেশ ২০২২-২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। এসব পণ্যের প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ- ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা ও ক্ষতির ছবি থাকা বাধ্যতামূলক। আটককৃত সিগারেটের প্যাকেটে এসব শর্ত পূরণ করা হয়নি। পাশাপাশি এটি উচ্চ শুল্ক-করযুক্ত পণ্য হওয়ায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।

     



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd