বিনোদন ডেস্কঃ সোনারদেশ২৪:
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ধানুশ। নেটফ্লিক্সের সবচেয়ে ব্যয়বহুল সিনেমায় অভিনয় করবেন তিনি।
‘দ্য গ্রে ম্যান’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্স অর্থাৎ অ্যান্থনি ও জোসেফ রুশো। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং ও অ্যানা ডি আর্মাসের মতো তারকা অভিনয়শিল্পী। এছাড়াও থাকছেন— জেসিকা হ্যানউইক, ওয়াগনার মৌরা ও জুলিয়া বাটলার।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি জানিয়ে এক বিবৃতিতে ধানুশ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, নেটফ্লিক্সের দ্য গ্রে ম্যান সিনেমার টিমে যোগ দিচ্ছি। এতে অভিনয় করছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স এবং পরিচালনা করছেন রুশো ব্রাদার্স (অ্যাভেঞ্জার্স, ক্যাপটেন আমেরিকা: উইন্টার সোলজার)।’
তিনি আরো লিখেছেন, ‘এরকম অসাধারণ একটি অ্যাকশনে ভরপুর সিনেমার অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। বিগত বছরগুলো যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন এজন্য বিশ্বের সবপ্রান্তে থাকা আমার সকল ভক্তদের ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা।’
তবে আন্তর্জাতিক সিনেমায় ধানুশের অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ইংরেজি ভাষায় ফরাসি ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।