সোনারদেশ২৪: ডেস্কঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় তিন বখাটে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ, ভুক্তভোগী পরিবার মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছেনা।
তিনি আরো জানান, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাবার সাথে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে নানার বাড়িতে যাচ্ছিলো।
যাওয়ার পথে তিন বখাটে কিশোরীর ওনাকে (বাবাকে) মারধর করে ওই কিশোরীকে রিকশা থেকে তুলে তাকেও মারধর করে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর বাবা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাৎক্ষণিক তার মেয়েকে উদ্ধার করে।
ওসি আব্দুল বাতেন মৃধা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীয় ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।