সোনারদেশ২৪: ডেস্কঃ
রাজারবাগ পুলিশ লাইনসের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১১টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন ক্যান্টিনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
কী কারণে এই আগুনের সূত্রপাত ঘটে প্রাথমিকভাবে তা জানা যায়নি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।