স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭শ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে আলোকদিয়া কবরস্থান এলাকায় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, আলোকদিয়া মধ্যেপাড়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মামুন ইসলাম (২০) ও তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আলোকদিয়া কবরস্থানের পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।