সোমবার, ২০শে অক্টোবর,
২০২৫

  • জাতীয় ঢাকা

  • গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক: রিজওয়ানা হাসান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ১৬ই জুলাই,

    ২০২৫

    /

    259 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শহীদ জুলাই দিবস’ এবং আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে নীলফামারীতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও উপদেষ্টা রিজওয়ানা হাসান।


    আলোচনা সভা শেষে বিকেলে একই গাড়িতে করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তারা সড়ক অবরোধের মুখে পড়েন। এ সময় রিজওয়ানা হাসান সাংবাদিকদের কথাগুলো বলেন। আর ওই অবরোধ কর্মসূচি পালন করছিলেন এনসিপি নেতাকর্মীরা।


    রিজওয়ানা হাসান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়েছিল। আওয়ামী লীগের বিচারের কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ ছিল জনগণের প্রত্যাখ্যান—সেটি সম্পন্ন হয়েছে। এখন বিচারিক দিকটি বিচার বিভাগ দেখবে।  


    তিনি আরও বলেন, আমরা যখন ক্ষমতা নিলাম তখন কোনো কিছু আমাদের সঙ্গে ছিল না। গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের যদি কোনো গাফলতি থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ছেড়ে দেয় নেতাকর্মীরা।  


    এ সময় জুলাই আন্দোলনে এখনও যাদের নামে মামলা আছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।


    বহরে আরও দুজন উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা ড রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd