স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ অসাধু পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাব –১২ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্ব) আনুমানিক ২টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব–১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকায় বিভিন্ন পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করায় এবং পেঁয়াজ মজুদ করার দায়ে ১০টি দোকনের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার সহকারী পরিচালক মোঃ মাসুদ আহম্মেদ (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) নিম্নে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন :
অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন কমল আহাম্মেদ(৪০)কে ১হাজার টাকা, মজনু মিয়া (৩৩)কে ১হাজার টাকা, মোঃ আলমকে ৪হাজার টাকা, মোঃ শাখাওয়াত (৪১)কে ২হাজার টাকা, রওশন (৩৮)কে ২হাজার টাকা, মোঃ মজিবুর (৫০)কে ১হাজার টাক, মানিক মিয়া(২৯)কে ১০হাজার টাকা, রিপন সাহা (৩৫)কে ২হাজার টাকা, রাধা রামন (৪৩)কে ২হাজার টাকা ও কামরুল উদ্দিন (৪২)কে ৫হাজার টাকা। টাকা।
অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৫ এবং ৫১ ধারায় সর্বমোট ৩০,হাজার টাকা জরিমানা করা হয়।
অধিক মূল্য/মজুদ ধারির বিরুদ্ধে র্যাব এর অভিযান অব্যহত থাকবে।
র্যাব –১২ কে তথ্য দিন। জঙ্গী, মাদক , অস্ত্রধারী ও ভেজাল রোধে অংশ নিন।