সোনারদেশ২৪: ডেস্কঃ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার ইসলামনগর-শেন ওয়ালিয়া আঞ্চলিক সড়কে এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়।
এ সময় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় এক কলেজ শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ এনে বেপরোয়া এই গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী আব্দুল আলীম বলেন, অনেক দিন ধরে এলাকায় সোহাগের নেতৃত্বে ১০-১৫ সদস্যের কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। মাদক বিক্রি, সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত এই দলের সদস্যরা।
তিনি বলেন, এক মাস পূর্বে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার ছেলে রাকিব মাদক বিক্রিতে বাধা দেন। এর জেরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে রাকিবকে সোহাগের নেতৃত্বে কয়েকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
মানববন্ধন থেকে উঠতি বয়সের বিপথগামী এসব কিশোরদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।