সোনারদেশ২৪: ডেস্কঃ
মাগুরা সদরের বাগবাড়িয়া এলাকায় ৫ স্টার ব্রিক্সের মালিক মো. হারুন অর রশিদকে (৬৯) ৫ লাখ টাকা জারিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) এ আদেশ দেন। আদেশের পরপরই আটককৃত ভাটা মালিক হারুন অর রশিদকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত, কাঠ পোড়ানো, কৃষি জমির মাটিকাটাসহ বিভিন্ন অপরাধে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর আগে বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই ভাটায় গিয়ে পোড়ানোর উদ্দেশ্যে রাখা কাঠ জব্দ করে ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটা ভিজিয়ে বন্ধ করে দেয়।
এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শাহীন/আমিনুল