মঙ্গলবার, ২৯শে এপ্রিল,
২০২৫

  • জাতীয়

  • স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাঁধা, শালিসে এলাকাবাসী


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২৮শে এপ্রিল,

    ২০২৫

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথম পক্ষের ছেলে-মেয়েরা নিজের নামে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে স্বামীর দাফন কার্য আটকে দিয়েছে দ্বিতীয় স্ত্রী হামফুর বেগমসহ তার আত্নীয় স্বজনেরা।


    রবিবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এই ঘটনা ঘটে এবং মৃত ব্যাক্তির নাম মাজেদ বিশ্বাস।


    বিষয়টি জানাজানি হলে গ্রাম্য শালিসে বসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা এবং আগামীকাল উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করে লাশ দাফন হবে বলে জানা গেছে।


    এলাকাবাসীর সূত্র থেকে জানা যায়, প্রায় বিশ বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক মহিলা বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোন ছেলে মেয়ে হয়নি। প্রায় ছয়মাস আগে মাজেদ বিশ্বাস শর্য্যাশয়ী হলে পুলিশে চাকুরিরত তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার চিকিৎসার কথা বলে তার পিতাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে তার পিতার সম্পত্তি তাদের নামে লিখে নেন। এর মধ্যে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা ওকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামফুল বেগম সেটি গ্রহন করিনি। এনিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ০৫মে গ্রাম্য শলিসের তারিখ নির্ধারন হয়। কিন্ত গত শনিবার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে আসলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকবাসীকে সাথে নিয়ে তার লাশ দাফনে বাঁধা দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ৮টায় দিকে গ্রাম শালিসে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd