শুক্রবার, ৯ই মে,
২০২৫

  • জাতীয়

  • বাংলাদেশ-কানাডার মধ্যে শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ৬ই মে,

    ২০২৫

    /

    11 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কানাডার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন৷

     

    মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থপিল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান৷

     

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

     

    প্রধান উপদেষ্টা কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভ পল থপিলকে স্বাগত জানান, যেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

    থপিল, তার দ্বিতীয় সরকারি সফরে বাংলাদেশ, বেল হেলিকপ্টার, ব্ল্যাকবেরি, গিল্ডান একটিভওয়্যার, জেসিএম পাওয়ার এবং অ্যাডভানটেক ওয়্যারলেস কমিউনিকেশনস-সহ কানাডার সবচেয়ে স্বীকৃত কোম্পানির কিছু সিনিয়র এক্সিকিউটিভদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

     

    থপিল বলেন, আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি আমার সাথে ব্যবসায়িক প্রতিনিধিদের এনেছি, কারণ আমরা শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাই।

     

    তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গৃহীত সংস্কার উদ্যোগগুলির প্রশংসা করেন, তাদের সাহসী এবং প্রয়োজনীয় হিসাবে বর্ণনা করেন।

     

    থপিল বলেন, আপনি একটি চিত্তাকর্ষক উপদেষ্টা দল একত্রিত করেছেন। আমরা উন্নতির স্পষ্ট লক্ষণ দেখতে পাই। আপনার সরকার যে সংস্কার শুরু করেছে, তা হচ্ছে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তিপ্রস্তর স্থাপন করা। কানাডা বাংলাদেশের সাথে তার সম্পর্ককে গুরুত্ব দেয়।

     

    প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস বলেন, আমরা যা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, তা ছিল একটি দুর্যোগ। মনে হচ্ছে ১৫ বছরের দীর্ঘ ভূমিকম্প। অসম্ভব প্রতিকূলতা সত্ত্বেও, আমরা গুরুতর সংস্কারের মাধ্যমে ক্রমাগত অগ্রগতি অর্জন করছি। আর সামনে এগিয়ে যেতে হলে, কানাডা মতো বন্ধু আমাদের পাশে দরকার।

     

    প্রধান উপদেষ্টা কানাডিয়ান বিনিয়োগকারীদের উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন। তিনি শিল্প বিস্তার এবং একটি আঞ্চলিক রপ্তানি কেন্দ্র হিসাবে এর সম্ভাব্যতার ওপর জোর দেন।

    প্রধান উপদেষ্টা কানাডার ইন্দো-প্যাসিফিক ট্রেড রিপ্রেজেন্টেটিভকে বলেন, আপনি এখানে বিনিয়োগ করতে পারেন, এখানে উৎপাদন করতে পারেন এবং এখান থেকে অন্যান্য বাজারে পুনরায় রপ্তানি করতে পারেন। আমরা আমাদের লোকেদের প্রশিক্ষণ দিতে এবং কানাডিয়ান ব্যবসার সাথে অংশীদার করতে প্রস্তুত।

     

    সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

     

    কানাডার প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং; কানাডা হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বয়েস; বেল হেলিকপ্টারের কমার্শিয়াল সেলস ম্যানেজার উইলিয়াম ডিকি; ব্ল্যাকবেরির সরকারি সলিউশন প্রধান ব্র্যাড কোলওয়েল; রপ্তানি উন্নয়ন কানাডার দক্ষিণ এশিয়ার প্রধান প্রতিনিধি লাদিসলাউয়া পাপারা; গিল্ডান একটিভওয়্যারের সহ-সভাপতি জুয়ান কনট্রেরাস; জেসিএম পাওয়ারের আঞ্চলিক পরিচালক মো. আলী এবং অ্যাডভ্যানটেক ওয়্যারলেস কমিউনিকেশন্সের গ্লোবাল সেলসের সহ-সভাপতি টনি র‌্যাডফোর্ড 

    । 

     



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd