বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • আন্তর্জাতিক

  • হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে গুলি করে হত্যা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ৯ই মার্চ,

    ২০২৫

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এক সদস্যকে বাদ দেওয়ায় অ্যাডমিনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে।


    স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে মুশতাক আহমেদ নামে ওই গ্রুপ অ্যাডমিনকে গুলি করে হত্যা করা হয়।


    পুলিশের নথি অনুযায়ী, হত্যার ঘটনায় আশফাক নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আশফাক এ হামলা চালায়।


    মুশতাকের ভাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তর্কাতর্কির পর মুশতাক আশফাককে বের করে দেন। পরে দু’জনের মধ্যে সমঝোতার জন্য দেখা করার পরিকল্পনা হয়। কিন্তু আশফাক সেখানে অস্ত্রসহ উপস্থিত হয়ে মুশতাককে গুলি করেন।


    পুলিশ জানিয়েছে, আশফাক তার স্বীকারোক্তিতে বলেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় তিনি এই হামলা চালান।


    ঘটনাটি পেশোয়ারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ এর তদন্ত চালিয়ে যাচ্ছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd