সোনারদেশ২৪: ডেস্কঃ
রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কাঠের আসবাবপত্রের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার কামরুল আহসান।
তিনি সাংবাদিকদের বলেন, ‘চারটি ইউনিট প্রচেষ্টা চালিয়ে সাতারকুলের আসবাবপত্রের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত পরে জানানো হবে।’
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, রাত সাড়ে ১১টায় ওই এলাকার একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। আগুনে ১৫টি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
যে স্থানে আগুন লেগেছে সেটি মূলত একটি আবাসিক এলাকা। ঘিঞ্চি আবাসিক এলাকার মধ্যেও ছিল আসবাবপত্রের দোকান। সে কারণে আগুণ নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। প্রায় এক কিলোমিটার দূর থেকে পানির পাইপ জোড়া দিয়ে তারা আগুন নেভানোর কাজ করে।