আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সঙ্গে রক্তে জমাট বাঁধার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এমার কুক।
মঙ্গলবার (১৬ মার্চ) সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় এমার কুক বলেন, তথ্য বিশ্লেষণে তিনি নিশ্চিত হয়েছেন অক্সফোর্ডের টিকায় ঝুঁকির থেকে উপকারিতাই বেশি।
বিভিন্ন দেশে অক্সফোর্ডের টিকা দেয়ার পর রক্তে জমাট বেঁধে মৃত্যু হয়, এমন অভিযোগ ওঠার পর ইউরোপের জার্মানি, ইতালি, স্পেন ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ও এশিয়ার কয়েকটি দেশে এ ভ্যাকসিন কার্যক্রম স্থগিত রাখে। এরপরই ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তদন্ত চালায়।
এদিকে, মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে ভ্যাকসিন কার্যক্রম বন্ধ না করার আহ্বান জানায়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরাও এ বিষয়ে মঙ্গলবার বৈঠকে বসেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নেয়া ছাড়াও মানুষের দেহে এমন উপসর্গ দেখা দিতে পারে।