সোনারদেশ২৪: ডেস্কঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি মো. মাসুম বেপারী ওরফে শুটার মাসুমকে (৩৫) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (৬সেপ্টম্বর) রাতে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি বাংলানিউকে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি মো. মাসুমকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সে অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চারের মাধ্যমে চাদাঁবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। আসামি মাসুম দীর্ঘদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় সুবিধামতো স্থানে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।
আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।