সোনারদেশ২৪: ডেস্কঃ
পাবনা র্যাব কর্তৃক মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান।
সোমবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সিনিঃ সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে একটি আভিযানিক দল খোন্দকার মাহামুদুল হাসান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পাবনার উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯(১) এর দফা (গ) ধারায় পাবনা, কুমিল্লী গয়েশপুর গ্রামের মোহাম্মদ প্রামানিক এর ছেলে মোঃ আত্ত্বাব প্রামানিক (৩৬)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান, একই এলাকার মৃত কাঞ্চন প্রামানিক এর ছেলে মোঃ আলম প্রামানিক (৪০)কে ৩ মাস বিনাশ্রম করাদন্ড এবং ৫০০টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান, একই জেলার রাধনগর গ্রামের মৃত উকিল এর ছেলে মোঃ হাকিম (৩৮)কে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান, একই জেলার হেমায়েতপুর এলাকার মৃত ইসমাইল খাঁর ছেলে মোঃ আশিকুর ইসলামকে এবং ইসলামপুর এলাকার মোঃ করিম খাঁর ছেলে মোঃ বাচ্চু (২৭)কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড, এবং ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।
ধৃত আসামীদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে