স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
ব্যাংকিং সেবা মানুষের দ্বোরগোড়ায় পৌছাতে মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং সিরাজগঞ্জ কামারখন্দ ভদ্রঘাট বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রæয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধণী উপলক্ষ্যে আলোচনা সভা এজেন্ট মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এজেন্ট স্বত্বাধিকারী আলহাজ মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার,কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দর্পন কান্তি রায়,কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রাকিবুল হুদা, মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকিং ডিভিশন সফিউল ইসলাম, সৌরভ সাহা বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনজেলা পরিষদের সদস্য কামরুল হাসান,আমিনুল ইসলাম,ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক খান ও পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান ও অন্যান্য নেতৃবৃন্দ ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং নিজে এজেন্ট শাখায় একটি একাউন্ট খুলে ব্যাংকিং শাখার শুভ সুচনা করেন।