স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ সোনারদেশ২৪:
টাঙ্গাইলে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে “র্যাব-১২, সিপিসি-৩।
রবিবার (৩০ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন পাটখাগুরী গ্রামস্থ পাটখাগুরী কেন্দ্রীয় কবর স্থানের সামনে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং ২টি সিম কার্ডসহ মোঃ জহিরুল ইসলাম (৩৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩) টাঙ্গাইল বাসাইল থানা, পাটখাগুরী (পশ্চিম পাড়া) এর মৃত-ইসমাইল খাঁর ছেলে।
স্থানীয়দের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বাসাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।