সোনারদেশ২৪: ডেস্কঃ
নতুন রাজনৈতিক দল আত্বপ্রকাশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেয়া নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত হননি হিরো আলম।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রামপুরা নিজ কার্যালয়ে নতুন রাজনৈতিক দল (নতুন বাংলা) আত্মপ্রকাশে সংবাদ সম্মেলন ডেকে ছিলেন হিরো আলম।
এ সময় সাংবাদিকরা হিরো আলমের অপেক্ষায় প্রায় একঘন্টা বসে থাকলেও তাকে পাওয়া যায়নি। সাংবাদিকরা বেশ কয়েকবার তাকে ফোন দিলেও তিনি কারো ফোন রিসিভ করেননি। উপস্থিত থাকা নতুন রাজনৈতিক দলের চেয়ারম্যান ও উপদেষ্টাও তার উপস্থিত না হবার কোন সদুত্তর দিতে পারেননি।
এর আগে, আজ দুপুর তিনটায় সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ সম্মেলন আহবান করেছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।