সোনারদেশ২৪: ডেস্কঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেটের বিভিন্ন পৌরসভায় চার মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) স্থানীয় আওয়ামী লীগের সুপারিশের প্রেক্ষিতে এক জরুরী বৈঠকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে সিলেটের জকিগঞ্জের দুই জন ও গোলাপগঞ্জের আরও দুই মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। এছাড়া জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ।
তাদের বিষয়ে বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়নে সিলেট জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।