সোনারদেশ২৪: ডেস্কঃ
সরকার পতনের আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ নেবে না বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেছে দলটির শীর্ষ নেতারা।
বুধবার রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ চেয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
সমাবেশটি হওয়ার কথা ছিল মোহম্মদপুরের শহীদ পার্ক মাঠে। গতকাল রাতে বিএনপিকে স্থানটি পরিবর্তনের পরামর্শ দেয় ঢাকা মেট্রপলিটন পুলিশ। ২৩টি শর্ত আরোপ করে পুলিশের পক্ষ থেকে খিলগাঁ তালতলার মাঠে সমাবেশের আয়োজন করতে বলা হয় বিএনপি নেতাদের। সমাবেশ শুরুর সময় নির্ধারণ করে দেয়া হয় দুপুর ২টায়।
যদিও ১২টার পর থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন।
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবির এই সমাবেশে দলের নেতাদের বক্তব্যে সরকারের সমালোচনাও ছিল বিস্তর।
তারা বলেন, সরকার সব নিয়ন্ত্রন করতে চায়, দুর্বলতা ঢাকতে চেতনার অজুহাত আর ইমেজ ক্ষুন্নের রোগে ভুগছে সরকার।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বছর ব্যাপী আয়োজনের অংশ হলেও সমাবেশটিকে সমসাময়িক ইস্যুর প্রতিবাদেই কাজে লাগালো বিএনপি।