সোনারদেশ২৪: ডেস্কঃ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিনবছর পূর্তি উপলক্ষে সোমবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য দেওয়ার শেষ দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বক্তৃতা শেষ হওয়ার পরপরই দাঁড়োনো অবস্থা থেকে পড়ে যাচ্ছিলেন তিনি। পরে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
সেখানে স্বাস্থ্য পরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
কিছুদিন আগে রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।