ক্রীড়া ডেস্কঃ সোনারদেশ২৪:
করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজির ইতালিয়ান ডিফেন্ডার আলেহান্দ্রো ফ্লোরেঞ্জি। এ কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচটিতে খেলতে পারছেন না তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে ফরাসী ক্লাব কর্তৃপক্ষ। ফ্লোরেঞ্জির ইতালিয়ান সতীর্থ মার্কো ভেরাত্তিও করোনা পজিটিভ হওয়ায় বুধবারের ম্যাচটিতে বায়ার্নের হয়ে মাঠে নামতে পারছেন না।
ফ্রান্সের করোনাভাইরাসে আক্রান্তদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে। পিএসজি টুইটারে জানিয়েছে ফ্লোরেঞ্জি আগামী কয়েকদিন সাবধানতার জন্য আইসোলেশনে থাকবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য প্রোটোকল মেনে চলবেন।