আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:
সৌদির সাংবাদিক জামাল খাশোগি হত্যা এবং দেশটিতে সাংবাদকর্মীদের ওপর নিপীড়নে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এ মামলায় দেশটির চারজন উচ্চ পদস্থ কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়েছে।
সোমবার জার্মানির একটি আদালতে মামলাটি করেছে গণমাধ্যম ও এর কর্মীদের নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন আরএসএফ।
মামলার অভিযোগে বলা হয়, সৌদিতে সাংবাদিকদের ওপর ব্যাপক ও নিয়মতান্ত্রিকভাবে নিপীড়ন করা হচ্ছে। ৩৪ সাংবাদিককে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। এরমধ্যে ইসলাম অবমাননার দায়ে দেশটিতে ২০১২ সাল থেকে গৃহবন্দি ব্লগার রাইফ বাদাওয়ির তথ্যও রয়েছে। এছাড়া ইস্তানবুলের সৌদি দূতাবাসে জামাল খাশোগিকে হত্যার বিষয়টিও উল্লেখ করা হয়।
যুবরাজের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আশা করছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের জার্মান পরিচালক ক্রিশ্চিয়ান মিহর।