আন্তর্জাতিক ডেস্কঃ সোনারদেশ২৪:
নন্দীগ্রামে নির্বাচনী প্রচারনায় গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে মাথায়, কপালে এবং পায়ে চোট পেয়ে আহত হয়েছেন তিনি। তাকে সেখানে হেঁটে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না মমতা, তাই তাকে স্ট্রেচারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।
তার জন্য এসএসকেএম হাসপাতালে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এর আগে এই তৃণমূলনেত্রীর অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের নন্দীগ্রামের রেয়াপাড়ায় নির্বাচনী প্রচারণায় গেলে চক্রান্ত করে তাকে ধাক্কা মেরেছে চার-পাঁচজন।
এই তৃণমূলনেত্রী আরও বলেন, চক্রান্ত করেই তাকে ধাক্কা মারা হয়েছে। চার-পাঁচজন তাকে ঘিরে ধরেন ও তার গাড়ি ঘেষে দাঁড়ান। সেই সময় এসপি ছিলেন না। ছিল না পুলিশও। এদিকে, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠল।