বৃহস্পতিবার , ৯ই মে,
২০২৪

  • খেলাধুলা ক্রিকেট

  • খেলা ক্রিকেট ভারতের পরাজয়ের কারণ জানালেন রোহিত শর্মা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২০শে নভেম্বর,

    ২০২৪

    /

    31 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত হেরে গেল। সুখ-স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হলো। ম্যাচটা শেষের পর ডাগআউটের দিকে নিজের শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে যাচ্ছিলেন। এতটা হতাশ মুখ আগে কখনো দেখা যায়নি। চোখের কোণে স্পষ্ট চিকচিক করছিল পানি। ১৪০ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। টানা ১০ ম্যাচ জিতে ঠিক ফাইনালে গিয়েও হেরে গেল ভারতীয় দল। রোহিত ম্যাচের পর অবশ্য কোনো অজুহাত দিতে রাজি হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত।

    সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, 'আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।'

    আগে ব্যাট করলে কিভাবে এই ম্যাচ জেতা যেত? রোহিতের উত্তর, '২০-৩০ রান আরো করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতো। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিলো।'

    রোহিতকে ফেরানোর ক্যাচ, ১৩৭ রান! বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাথা উঁচু করলেন হেড
    ফাইনালের আগে সবাই প্রথমে ব্যাট করার পক্ষে মত দিয়েছিলেন। তা হলে কেন পরে ব্যাট করেও জিতে গেল অস্ট্রেলিয়া। রোহিত বলেছেন, 'আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনকে অনেক শুভেচ্ছা। ওদের লম্বা জুটি আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিলো। আবারো বলছি, যতটা পেরেছি করেছি। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।'

     

    পিচ নিয়েও কোনো অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, 'আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনো অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটি উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিলো।'


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd