বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • রাজনীতি

  • ‘১৫ বছরের নিপীড়ন-লুটপাটের কী নির্মম পরিণতি’


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ৮ই ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    33 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ধানমন্ডি ৩২ ও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে সম্প্রতি হামলা হয়েছে। এসব হামলা-ভাঙচুর আওয়ামী লীগের শাসনামলে হওয়া হত্যা, গুম, খুন, নির্যাতনের পরিণতি বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।


    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।


    ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘কী নির্মম পরিণতি ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা পাচারের। জুলাই-অগাস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কী পরিণতি হতে পারে!’


    গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।


    ওই রাতে এবং পরদিন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd