মঙ্গলবার, ১০ই ডিসেম্বর,
২০২৪

  • জাতীয়

  • ‘বেনাপোল এক্সপ্রেস’ থেকে ১১ কোটি টাকার মাদক উদ্ধার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ৩রা নভেম্বর,

    ২০২৪

    /

    4 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কুষ্টিয়ার পোড়াদহ জংশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১১ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

     

    রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। যেখানে সিটে রাখা চালের বস্তার ভেতর থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক পাচারের একটি বড় চালান ধরা পড়ে।

     

    অভিযানের নেতৃত্বে ছিলেন বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

     

    তিনি জানান, তাদের কাছে তথ্য ছিল যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় এলএসডির একটি বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেন এবং ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করেন।

     

    দীর্ঘ দুই ঘণ্টার তল্লাশিতে ট্রেনের একটি কামরায় বিশেষভাবে রাখা ২১ বোতল এলএসডি (প্রতি বোতল ৫০ এমএল) উদ্ধার করা হয়।

     

    উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা। অভিযানে ১৯টি ভারতীয় কম্বলও জব্দ করা হয়, যা মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

     

    অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, তারা এই ধরনের মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করবে।

     

    এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলি তদন্ত অব্যাহত রেখেছে এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd