মঙ্গলবার, ১০ই ডিসেম্বর,
২০২৪

  • বিনোদন

  • ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের ছবি ফাঁস!


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ৯ই নভেম্বর,

    ২০২৪

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বাহারি আলোয় ঝলমল করছে চারপাশ। বেশ কয়েকজন নারী নিজেদের সঙ্গে আলাপ করছেন। তাদের সামনে দাঁড়ানো আল্লু অর্জুন ও শ্রীলীলা। আল্লু অর্জুনের পরনে কমলা রঙের শার্ট-প্যান্ট। মাথায় কোঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি। তার পাশে নাচের ঢংয়ে দাঁড়ানো অভিনেত্রী শ্রীলীলা। কালো রঙের এমব্রয়ডারি ব্লাউজের সঙ্গে লম্বা স্কার্ট পরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা যায়।

     

    মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) আশা নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, “পুষ্পা টু’ সিনেমার আইটেম গানের ছবি ফাঁস।” শ্রীলীলা-আল্লু অর্জুনকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। তবে এই ছবি যে, ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানেরই তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে কোনোরকম মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা।

     

    ‘পুষ্পা: দ্য রাইজ’ বা ‘পুষ্পা’ সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।

     

    ‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হলে তা ফিরিয়ে দেন সামান্থা। এ অভিনেত্রী প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় রয়েছেন— মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, শ্রীলীলা। ভাইরাল হওয়া ছবিতে শ্রীলীলার দেখা মেলে। ধারণা করা হচ্ছে, সর্বশেষ সিনেমাটির আইটেম গানে শ্রীলাকেই দেখা যাবে।

     

    প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd