শনিবার, ২১শে ডিসেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ৩০ বছর পর সদরদপ্তর পুর্নদখল করলো মিয়ানমারের বিদ্রোহীরা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর,

    ২০২৪

    /

    12 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    প্রায় ৩০ বছর পর সামরিক বাহিনীর কাছ থেকে নিজেদের সদরদপ্তর পুর্নদখল করেছে মিয়ানমারের একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী। কারেন ন্যাশনাল আর্মি (কেএনইউ) নামের বিদ্রোহী গোষ্ঠীটি থাইল্যান্ডের সীমান্তবর্তী সদরদপ্তরটি কয়েক দিন যুদ্ধের পর মঙ্গলবার দখল করেছে বলে জানিয়েছে এএফপি।

     

    কেএনইউ নেতা সাও থামাইন তুন জানিয়েছেন, কয়েকদিনের লড়াইয়ের পর থাইল্যান্ড সীমান্তের ম্যানারপ্লাতে অবস্থিত কেএনইউ’র সদরদপ্তরের দখল নিয়েছেন কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) যোদ্ধারা। 

     

    তিনি বলেন, জান্তা “এখনো এটির দখল ফিরে পেতে চায় এবং তারা ড্রোন ব্যবহার করে আমাদের সেনাদের ওপর বোমা ফেলার চেষ্টা করছে। কিন্তু আমাদের সৈন্যরা ইতিমধ্যে ঘাঁটিটির দখল নিয়েছেন।”

     

    কারেন সংখ্যালঘুদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে মিয়ানমারের ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়ছে কেএনইউ। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কেএনইউর মাঝে বিভক্তি দেখা দেওয়ায় ১৯৯৫ সালে মিয়ানমারের তৎকালীন জান্তা ও কেএনইউ থেকে বেরিয়ে যাওয়া বৌদ্ধদের একটি দল ম্যানারপ্লার সদরদপ্তরের দখল নেয়। ওই সময় জান্তাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে সেখানকার হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী থাইল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হয়। ম্যানারপ্লার পতনের পর জান্তা বাহিনী এলাকাটির নাম পরিবর্তন করে কাইন রাজ্য রাখে। 



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd