শনিবার, ২১শে ডিসেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ১৯৫ কিলোমিটার গতিতে ফ্লোরিডায় হারিকেন 'মিল্টন'র আঘাত


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ১০ই অক্টোবর,

    ২০২৪

    /

    19 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কী অঞ্চলে ১৯৫ কিলোমিটার (১২০ মাইল) গতিতে আছড়ে পড়েছে হারিকেন মিল্টন।

     

    দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

     

    প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বুধবার সকালে ক্যাটাগরি-৫ থেকে ক্যাটাগরি-৩ মাত্রায় রূপ নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

     

    উপকূলের কাছাকাছি কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ফ্লোরিডার প্রায় ৮ হাজার পেট্রোল স্টেশনে জ্বালানি শেষ হয়ে গেছে। রাজ্যের ২০ লাখের বেশি মানুষের বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

     

    ফ্লোরিডা বিশ্বের সাইট্রাস ফলের সবচেয়ে বড় উৎপাদকদের মধ্যে একটি। এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কমলা। আর এখানেই আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন।

     

    ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই দেশটির কৃষি বিভাগ অনুমান করেছিল, ২০২৩-২০২৪ মৌসুমের জন্য রাজ্যটি ১৮ দশমিক ৮ মিলিয়ন বাক্স কমলা উৎপাদন করবে।

     

    কিন্তু হারিকেন মিল্টনের প্রভাবে এ বছর উৎপাদনের জন্য হুমকি হতে পারে। 

     

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সতর্ক করে বলেছেন, মিল্টন’ গত ১শ’ বছরে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd